ওয়েবসাইট ব্যাকআপ নেয়ার প্রয়োজনীয়তাঃঃ

☑️ একটি ওয়েবসাইট তৈরি করতে যেমন অনেক সময় প্রয়োজন তেমনি ভাবে কিছু খরচ ও করতে হয় বিভিন্ন প্লাগিন অথবা থিম কেনার জন্য। এছাড়াও অনলাইন জগৎটি সম্পূর্ণ অনিশ্চিত। 

এই অনিশ্চিত সম্ভাব্য সমস্যা এড়াতে ওয়েবসাইট ব্যাকআপ নেয়া প্রয়োজন। এই জন্য একজন ওয়েবসাইট ডিজাইনারকে ওয়েবসাইট ব্যাকআপ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা প্রয়োজন।


☑️ হ্যাকাররা চাইলে যে কোন সময় আপনার মুল্যবান সাইটটি হ্যাক করতে পারে। যে করণে আপনার সাইট এর মূল্যবান ডাটা হারিয়ে যেতে পারে। তাই একটি নির্দিষ্ট সময় পর পর সাইট এর ব্যাকআপ নেয়াটা আবশ্যক।


☑️ ওয়েবসাইট তৈরি করা হলে কিছুদিন পর ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট হয়। সেই আপডেট দেয়ার সময় আপনার সাইটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। সেই সম্ভবনা এড়াতে চাইলে অবশ্যই ওয়েবসাইট আপডেট দেয়ার আগে আপনার সাইট এর একটি ব্যাকআপ নেয়া জরুরী।


☑️ ওয়েবসাইট তৈরির সময় আমরা বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করে থাকি। এই প্লাগিন গুলোর কারণে অনেক সময় আপনার সাইটটি ক্রাস করতে পারে। তখন আপনার কষ্ট করে তৈরি করা সাইট পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই বুঝতেই পারছেন ব্যাকআপ এর গুরুত্ব কতটা।


☑️ অনেক সময় সাইট ডিজাইন করার পরে বিভিন্ন কোডিং এর কাজ করতে হতে পারে। সেই সময় কোডিং এ ভুল হলে সাইট এর স্ট্রকচার পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই কোডিং করার পূর্বে সাইট এর ব্যাকআপ নিতে ভুলবেন না।


☑️ আমরা অনেকেই ই-কমার্স নির্ভর অনলাইন ব্যবসা পরিচালনা করে থাকি। সেক্ষেত্রে প্রতিনিয়ত ওয়েবসাইট অনলাইন এ থাকাটা জরুরী। সাইট এ ব্যবহৃত প্লাগিন, থিম অথবা বিভিন্ন কারণে আপনার সাইটটি ভেঙে যেতে পারে। যা আপনার ব্যবসার ক্ষেত্রে একদমই প্রফেশনাল নয়। তাই সাইট এর ব্যাকআপ নিয়ে রাখাটা জরুরী।


আজ আমরা ছোট পরিসরে জানতে পারলাম ওয়েবসাইট ব্যাকআপ নেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। তবে এই ব্যাকআপ নেয়ার জন্য কিছু প্লাগিন ব্যবহার করতে হয়। যা আমি আমার পরবর্তী আর্টিকেল এ আলোচনা করবো। 


 

Comments